Tuesday

বকুল ফুল - জলের গান (Joler Gaan)

 এলবামঃ অতল জলের গান

বকুল ফুল বকুল ফুল
সোনা দিয়া হাত কানও বান্ধাইলি।
শালুক ফুলের লাজ নাই
রাইতে শালুক ফুটে।
যার সনে যার ভালোবাসা,
সেইতো মজা লুটে।

আমার জামাই ধান বায়
হরিণডাঙার মাঠে।
সোনা দেহে ঘাম ঝরে
দেইখা পরাণ ফাটে। 

বকুল ফুল বকুল ফুল
সোনা দিয়া হাত কানও বান্ধাইলি।

 
শাওন ভাদর মাসে
জামাই আদর করে।
ইচ্ছে জামাই করবো আদর
দানাতো নাই ঘরে।

বকুল ফুল বকুল ফুল
সোনা দিয়া হাত কানও বান্ধাইলি। 

No comments:

Post a Comment

Post a Comment