Tuesday

পাতার গান - জলের গান ( Joler Gaan )

 পাতার গান - জলের গান
এলবামঃ অতল জলের গান
আমি একটা পাতার ছবি আঁকি
পাতাটা গাছ হয়ে যায়।
মাথা ভরা সবুজ কচি পাতা
গাছটাকে ছাতা মনে হয়।
আরিরে আরি রাং
সুরিরে আরি সুরি বাং।

আমি একটা ফুলের ছবি আঁকি
ভ্রমর উড়ে আসে তায়।
ফুলে বসে ভ্রমর
ফুলের মধু চুষে খায়।
আরিরে আরি রাং
সুরিরে আরি সুরি বাং।

হতভম্ব আর্টিস্টম্যান কিছুই বোঝেনা...
হতভম্ব আর্টস্টম্যান কিছুই জানেনা...
হতভম্ব আর্টিস্টম্যান আঁকতে পারেনা...

2 comments:

  1. আরিরে আরি রাং
    সুরিরে আরি সুরি বাং।

    এই অংশটুকুর মানে কেউ বলতে পারবেন please.

    ReplyDelete
    Replies
    1. i think it has no definite meaning. the words are made up to express the feeling of awe; how nature can be so amazing :)

      Delete