মীরাবাঈ
হেইলা দুইলা হেইলা দরবার নাচায়
ঝাকানাকা ঝাকানাকা ঝাকানাকা
দেহ দোলানা
মন বলে মন বলে মন বলে
দেহ ঝোকা না
হেইলা দুইলা হেইলা দরবার নাচায়
ঝাকানাকা ঝাকানাকা ঝাকানাকা
দেহ দোলানা
মন বলে মন বলে মন বলে
দেহ ঝোকা না
বাঁকা ঠোঁটের হাসিতে
হরিণী চোখের ইশারায়
সারা অঙ্গে ঢেউ তুলিয়া
থমক থমক কোমর দোলাইয়া
মীরাবাঈ…
হরিণী চোখের ইশারায়
সারা অঙ্গে ঢেউ তুলিয়া
থমক থমক কোমর দোলাইয়া
মীরাবাঈ…
বুনো ফুলের সুবাসে
বিরহী মনের কামনায়
সারা জলসায় মাতম উঠাইয়া
ঝনন ঝনন ঘুঙুর বাজাইয়া
মীরাবাঈ…
বিরহী মনের কামনায়
সারা জলসায় মাতম উঠাইয়া
ঝনন ঝনন ঘুঙুর বাজাইয়া
মীরাবাঈ…
No comments:
Post a Comment