Tuesday

রোদের ফোটা - মেঘদল ( Roder Fota - Meghdol )

কথা/সুর – শিবু কুমার শীল

শূন্যতায় ডেকে গেছে
শহরের সব পথঘাট
ফিরবে না গতকাল জানি
ফিরবে না আগামীকাল।

তবু চাইছি তোমাকেই
তুলে নিতে অঞ্জলিতে
রোদের ফোঁটা।

শোন কবি, শোন কবিতা
ভাঙো দীর্ঘ মূর্ছনা।
রাখ এইখানে হাতটুকু
তবু চলে যেতে বোলো না।

শূন্যতায় ডুবে গেছে
শহরের বাকী ইতিহাস
ফিরবো না তুমি আর আমি
ফিরবো না হয়তো আবার।

শূন্যতার শোকসভা
শূন্যতার যত গান
দিলাম তোমার মুকুট
আমার যত অভিমান।

পাথুরে দেবী - মেঘদল ( Pathure Debi - Meghdol )

পাথুরে দেবীর পাতার পাখনা গায়ে
স্নানের জলে নিহত অগ্নিমাছ,
নৌকোমানুষ
সূর্যের দিকে যাই।
ট্রাফিক ভীড়ে সহস্র পঙ্খিরাজ।
আনমনা লোকটা
এখনো দাঁড়িয়ে একা
রোজকার রেলগাড়ি
রেলগাড়ি বিকেল,
ময়দানে লড়াই
মহিষে মহিষে আজ
খুন হবে কোজাগরি চাঁদ।
সিলিংয়ে ঝুলছে রূপবতী লাশ
মহাশূন্যের মত একা,
শহরে আজও বৃষ্টি হবে না তাই
কাঁচপোকাদের নেই দেখা।
জলজ ঘ্রাণের নুন
অনেকটা প্রাচীন
খোলসের মত আছে পড়ে,
করোটির ভেতরে জমাট অন্ধকার
অক্ষরগুলো শুধু ওড়ে।।

শহরবন্দি - মেঘদল ( Shohorbondi - Meghdol )

শহরবন্দি মেঘ, ঘুরে ঘুরে একা
আমাদের এই সুবর্ন নগরে
আমিও পেতেছি কান, শুনি বৃক্ষের ক্রন্দন
ধূসর রাজপথের প্রান্তরে।

চন্দ্রগ্রস্থ ভোর বড় বিদায় বিদায় (২)
তুমি এখনও দেখো সুর্যলোকের ভোর
তুমি গাইতেই পার গান, এই সুবর্ন নগরে
ভুলে যেতে পার ইতিহাস অর্থহীন নগরকালে। (২)

কেটে ফেলা গাছ ভুলে যাবে সব শোক
কিছু সবুজ পাতার ক্রন্দন তুলে রেখো(২)
ভেজা ভেজা চোখে কান্না লুকাতে পার
ভুলে যেতে পার চাইলেই বারবার
তুমি গাইতেই পার গান এই সুবর্ন নগরে
ভুলে যেতে পার ইতিহাস অর্থহীন নগরকালে। (২)

আমি হেটে যাই - মেঘদল ( Ami Hete Jai - Meghdol )

আমি হেটে যাই মেঘের কাছে


আমি হেটে যাই মেঘের কাছে, প্রশ্বাসে ছুয়েঁছি আকাশ দুঃখ ছুঁয়ে যায়
বাতাশে বাতাশে

আমার সকল পাপ ক্ষমা করে দিও তুমি মেঘ, ভালোবাসা হয়ো তুমি
পরজনমে

বুকের আকাশ খুলে দাঁড়িয়ে শূণ্যে, সকল শূণ্যতা চোখে নিয়ে
আমি হেটে যাই মেঘের কাছে

আমি হেটে যাই মেঘের কাছে

আকাশ মেঘে ঢাকা - মেঘদল ( Akash Meghe Dhaka - Meghdol )

আকাশ মেঘে ঢাকা
ঢেকে যায় সব রোদ
ছায়া ছায়া অন্ধকারে
উড়ে যায় সব বোধ
আকাশ মেঘে ঢাকা ...

উড়ে যায় বিষণ্ন পাখি
আমি একা জেগে থাকি
অন্ধকারের গান
উড়ায় না অভিমান
আমরা তবু জেগে থাকি
উড়ে যায় বিষণ্ন পাখি ...

চোখের জলে আগুন জ্বলে
বৃষ্টি তুমি জান কি?
চোখে চেতনায় অন্য আলো
স্তব্ধ সময় বোঝ কি?

আকাশ মেঘে ঢাকা
ঢেকে যায় সব রোদ
ছায়া ছায়া অন্ধকারে
উড়ে যায় সব বোধ
আকাশ মেঘে ঢাকা ...

চার চার চৌকো - মেঘদল

কথা/সুর – মেজবাউর রহমান সুমন


চার চার চৌকো জানালায়
আমায় দেখে হাতটা বাড়ায়

আকাশ দেখে দিচ্ছি ছুট
মাথার ভেতর শব্দজট
আমার চোখে লাগায় .....

আকাশ আমার আমি তোমার কাছে যাবো
আমার চৌকো আকাশ আমি তোমার

চেনা অচেনা - মেঘদল

চেনা অচেনা আলো আধারে
চলতি পথে কোনো বাসের ভীড়ে..।।
কালো ধোঁয়া ধোঁয়ার এই শহরে
হাটছি আমি একা রোদ্দুরে... আমি এক দিকভ্রান্ত পথিক
হারাই শুধু হারাই তোমার অরণ্যে...  
তবুও অজস্র ক্রন্দন মেখে
মত্ত হয়েছি ব্যর্থ প্রলাপে..।। বুনে চলেছি অশ্রু প্রপাত
এখানেই যেনো জীবন ধারাপাত... আমি এক দিকভ্রান্ত পথিক
হারাই শুধু হারাই তোমার অরণ্যে...


নৈশব্দে, অমৃতলোকে করেছি তোমায় রচনা
শব্দপ্রহর ফুরিয়ে গেলেই স্বপ্ন তুমি কামনা.. তবুও অজস্র ক্রন্দন মেখে
মত্ত হয়েছি ব্যর্থ প্রলাপে..।। বুনে চলেছি অশ্রু প্রপাত
এখানেই যেনো জীবন ধারাপাত... আমি এক দিকভ্রান্ত পথিক
হারাই শুধু হারাই তোমার অরণ্যে....
চেনা অচেনা আলো আধারে
চলতি পথে কোনো বাসের ভীড়ে..।। কালো ধোঁয়া ধোঁয়ার এই শহরে
হাটছি আমি একা রোদ্দুরে... আমি এক দিকভ্রান্ত পথিক
হারাই শুধু হারাই তোমার অরণ্যে...

নির্বাণ - মেঘদল

কিছু বিষাদ হোক পাখি
নগরীর নোনা ধরা দেয়ালে
কাঁচপোকা সারি সারি
নির্বাণ, নির্বাণ ডেকে যায় ।।

কিছু ভুল রঙের ফুল
ফুটে আছে আজ পথে
কিছু মিথ্যে কথার রং
আমাদের হৃদয়ে ।।

এখনও এখানে নীরবে দাঁড়িয়ে
অগণিত প্রতিশোধ জাগে আত্মার ভেতরে
কিছু মাতাল হাওয়ার দল
শোনে ঝোড়ো সময়ের গান
এখানে শুরু হোক রোজকার রূপকথা

কিছু বিষাদগ্রস্ত দিন
ছিলো প্রেমিকার চোখে জমা
আলো নেই, রোদ নেই, কিছু বিপন্ন বিস্ময়
ক্ষমাহীন প্রান্তর জুড়ে আমাদের বেঁচে থাকা

রঙ্গীন ফেরেশতা - মেঘদল

শিরোনামঃ রঙ্গীন ফেরেশতা
ব্যান্ডঃ মেঘদল
অ্যালবামঃ শহরবন্দি

মন গেছে মেঘের বাড়িতে
আকাশ দিয়েছে ডুব
মাতাল তারা রাতের সাথে
হেসেই হবে খুন(২)

আমার সারা গায়ে
তোমার শহরের ধূলো মেখে
চলছি বিপুল অন্ধকারে(২)

একি রাস্তায় একি পৃথিবীর জলে
জলছি বিপুল অন্ধকারে

মন গেছে মেঘের বাড়িতে
আকাশ দিয়েছে ডুব
মাতাল তারা রাতের সাথে
হেসেই হবে খুন

শহরের কাছে রেখেছি জমা
ময়লা জামার দাগ
রঙ্গীন ফেরেশতা উড়ে বসে ভাবনায়
চাঁদের ব্লেডে যাচ্ছে কেটে মুহুর্তু মুহুর্তু
রঙ্গীন ফেরেশতা উড়ে বসে ভাবনায়

একি রাস্তায় একি পৃথিবীর জলে
জলছি বিপুল অন্ধকারে
মন গেছে মেঘের বাড়িতে
আকাশ দিয়েছে ডুব
মাতাল তারা রাতের সাথে
হেসেই হবে খুন

আবার শহর - মেঘদল

শিরোনামঃ আবার শহর
ব্যান্ডঃ মেঘদল
অ্যালবামঃ শহরবন্দি

ঘুরেফিরে গান তোমাকে নিয়ে যত শত অভিমান
ঘুরেফিরে গান আবার শহর
ঘুরেফিরে গান তোমাকে নিয়ে যত শত অভিমান
ঘুরেফিরে গান
ঘুরেফিরে
ঘুরে ঘুরে
ঘুরেফিরে
ঘুরেফিরে গান তোমাকে নিয়ে যত শত অভিমান
ঘুরেফিরে গান

ভাবি শুধু ভাবনার এপিঠ-ওপিঠ
ভাবনাই শেষ
অকারনে তোমার মুখটাই যেন
কবিতার রেশ
শহরের বুকে বৃষ্টি জমাট
বৃষ্টিও চোখে
ঘুরে ঘুরে শহরজুড়ে
ফিরে আসি শেষে
ঘুরেফিরে গান তোমাকে নিয়ে যত শত অভিমান
ঘুরেফিরে গান

ভাবি শুধু সূর্যই তুমি তোমার
সূর্যই শেষ
অকারনে সেই আলোই যেন
বিষাদের রেশ
শহরের ছাদে মেঘ অবিরাম
রোদটাও পড়ে মুখে
ঘুরে ঘুরে শহরজুড়ে
ফিরে আসি শেষে
ঘুরেফিরে গান তোমাকে নিয়ে যত শত অভিমান
ঘুরেফিরে গান আবার শহর
ঘুরেফিরে গান তোমাকে নিয়ে যত শত অভিমান
ঘুরেফিরে গান
ঘুরেফিরে
ঘুরে ঘুরে
ঘুরে……

মুঠোফোন - মেঘদল

শিরোনামঃ মুঠোফোন
ব্যান্ডঃ মেঘদল (Meghdol)
অ্যালবামঃ শহরবন্দী

করতলে চিহ্ন মেঘের স্বর
লোকাল বাসে বাড়ি ফেরা প্রিয় মুখ
হৃদয়ের কাছে ব্যর্থ মুঠোফোন
দিন রাত্রি গুনগুন

হ্যালোজেন রোদ চিলতে বারান্দায়
টিকটিকি তাই বলছে ভবিষ্যত (২)

তোমার আমার যৌথ ডানা আর আকাশ (২)
আর কিছু অবিনাশী গান

হ্যালোজেন রোদ চিলতে বারান্দায়
টিকটিকি তাই বলছে ভবিষ্যত (২)

পলিথিনমোড়া আকাশ দিয়েছে ডুব
তোমরা রয়েছো যার যার জানালায় (২)
তোমার আমার যৌথ শামুকবাস
আর কিছু অবিনাশী গান

হ্যালোজেন রোদ চিলতে বারান্দায়
টিকটিকি তাই বলছে ভবিষ্যত……

Am………C…………..E7h
Korotole chinno Megher shor
Am……….C…………….G
local bus a bari fera priyo mukh
F………………..E……..E*A
Hridoy er kache bertho muthophone
C…….G……D
din ratri gungungun

Am……………F
Halogen rodh chilte baranday
C………G………..F
tiktiki tai bolche vobishoot…

Am……C……………….E
tomar amar joutho dana r akash
C…………G…….F
ar kichu obinashi gaan

Am…………….F
Halogen rodh chilte baranday
C…………G……F
tiktiki tai bolche vobishoot…

Am…………..C……………E7th
Polithin mora akash diyeche dub
Dm…………….A#…….C
Tomra royecho jar jar janalay
Am………..C…………E7th
tomar amar joutho shamukbash
Dm/F………..C………..E…
r kichu obinashi gaan

(Same again…)
Halogen rodh chilte baranday
tiktiki tai bolche vobishoot

নেফারতিতি - মেঘদল

যাচ্ছো চলে নেফারতিতি
বিষন্ন চুল উড়ছে হাওয়ায়
সবুজ আকাশ দূরে সরে যায়
পথের এখনো কিছুটা বাকি

এখনি নামবে সন্ধ্যা
পৃথিবীর পুরোনো পথে
ল্যাম্পোস্ট নতজানু
প্রার্থনায় একা দাঁড়িয়ে থাকে
এ…এহে…এ……এহে……হে…

হাত বাড়িয়ে ছুয়ে দিতে তুমি পারো না
একা চাঁদ চাঁদের কঙ্কাল
হেটে যেতে যেতে ভুল পথে তুমি থামো না
খুজো না উদার আকাশ
কিছু সূর্যবন্দী মেঘ
কিছু বিস্মরনের নদী
বয়ে যায় তোমার আত্মার কাছাকাছি
নেফারতিতি

যাবেই চলে চলে নেফারতিতি
বিষন্ন চুল উড়ছে হাওয়ায়
সবুজ আকাশ দূরে সরে যায়
শহরে আজো বৃষ্টি নেই
তোমার শঙ্খ শরীরে জলপদ্ম রেখা
এখনি যেওনা অন্ধকারে
আমাকে ফেলে একা………

কুমারী - মেঘদল

শিরোনামঃ কুমারী
ব্যান্ডঃ মেঘদল
অ্যালবামঃ শহরবন্দি

কুমারী উত্তর দাও তুমি
যে বাক্য অশ্রুত অন্ধকার
আমার হৃদয় প্রবল ঝোঁকে
চাপ দেয় তোমার হৃদয়ে
যদি কখনো দেখি
রুপান্তরে তোমার অস্থিরতা…
তবে সেই অস্থিরতায়
আমি তোমাকে প্রেমের আগে
তোমার প্রেমকে ভালোবাসি
আমি তোমাকে প্রেমের আগে
তোমার প্রেমকে ভালোবাসি

কুমারি বন্ধ চোখে ভাবো
আকাশ তোমার আঁচল (২)
তোমার চোখের নদীতে
বৃষ্টির যত গান
নীরবতার অপর পাড়ে মুখর
কলতান
তবে সেই অস্থিরতায়
আমি তোমাকে প্রেমের আগে
তোমার প্রেমকে ভালোবাসি

কুমারী উত্তর দাও তুমি
যে বাক্য অশ্রুত অন্ধকার
আমার হৃদয় প্রবল ঝোঁকে
চাপ দেয় তোমার হৃদয়ে
যদি কখনো দেখি
রুপান্তরে তোমার অস্থিরতা…
তবে সেই অস্থিরতায়
আমি তোমাকে প্রেমের আগে
তোমার প্রেমকে ভালোবাসি
আমি তোমাকে প্রেমের আগে
তোমার প্রেমকে ভালোবাসি
(( Meghdol plays all songs By D# Tune….))

D
kumari uttor daw tumi
G……………..A
je bakko ossruto ondhokar-
Bm………….G
amar hridoy probol jhoke
Em……………..G
chap dey tomar hridoye
Bm……
jodi kokhono dekhi
G…………………..Em.
Rupantore tomar osthirota
G………..A
tobe shei osthirota ei
G…………A
ami tomake premer age
D
tomar prem ke valobashi …
F#…Bm…………….G
kumari bondho chokh a vabo–
F#…Bm….G….A
akash tomar achol…
G………………A
tomar chokher nodite
D#…………D
brishtir joto gaan
G……….A………..A#
nirobotar opor pare mukhor
A
kolotan
G…………A
tobe shei osthirota ei
G……………..A
ami tomake prem er age
D……..
tomar prem k valobashi
(Same chord again…)
kumari uttor daw tumi

je bako asrutoo ondhokar
amar hridoy probol jhoke
chap dey tomar hridoye
jodi kokhono dekhi

rupantore tomar osthirota
tobe she osthirota ei
ami tomake prem er age tomar prem k valobashi…

Thursday

সত্য - ওয়ারফেইজ


এলবামঃ সত্য
ব্যান্ডঃ ওয়ারফেইজ

যত সাজানো গল্পে, চাকচিক্যের আড়ালে
লুকানো সত্য নীরবে কেঁদেছে, নীরবে কেঁদেছে
লোভনীয় বিকল্পে, ধাঁধানো মিথ্যার মায়াজালে

বেনিয়ার যে নকশায়
পৃথিবী রঙ বদলায়
বিপণন জীবন অবলীলায়

গোপনীয় অবক্ষয়, মানবেতর প্রাণের অনুনয়
বিকারী তথ্য সকল বাঁধ ভেঙেছে
সাধারণের ধিক্কার, সাদা মোড়কে লুন্ঠিত সুবিচার

বেনিয়ার যে নকশায়
পৃথিবী রঙ বদলায়
বিপণন জীবন অবলীলায়

না - ওয়ারফেইজ


এলবামঃ সত্য
ব্যান্ডঃ ওয়ারইফেজ

আর চার দেয়ালে কেন একা ডূবে থাকা
এই বর্তমানকে দূরে ঠেলে অতীতের ছবি আঁকা
আর যত কারনে এই দ্বিধার বাড়াবাড়ি
জাগবেনা আর জীবন তোমার হলে সান্ধ্য আইন জারি
আর কেন হাত গুটিয়ে বসে থাকা
কিসেরই ভয়ে ভয়ে
আমি নেই কোন নিষিদ্ধ পরিচয়ে
মন যাকে দেবে সিদ্ধান্ত আজই নাও
যাবে এক নিমিষে ছন্দময় হয়ে
শুধু না না না না না বলে, কর না না আসলে

না না না……কালজয়ী বাঁধনে আমি বন্দী হতে জানি
থাকবেনা আর তখন আমার মহাবিশ্বের হাতছানি
আর যদি এ মনবের পরিবর্তন হবে ভাবো
ভেবোনা আর না এ তোমার উৎসাহ হারাবো

আগামী - ওয়ারফেইজ

এলবামঃ সত্য
ব্যান্ডঃ ওয়ারইফেজ 

ধ্বংসের সীমানায়, স্বপ্নে সাজানো আঙিনায়
তুমি কি উন্নত শিরে দাঁড়িয়ে স্বাধীনতায়
বেদনা ভুলে যাই, যখনই তোমাদের খুঁজে পাই
রাহুমুক্ত করতে প্রতিজ্ঞ বন্দী চেতনা
শোষণের দেয়াল ভেঙে আলোকিত দিনের সূচনায়

তুমি আশা আগামী, অশ্রু ধোয়া আগামী
দুঃখী মানুষের দেশে সুখের কাহিনী শোনাই
তুমি আশা আগামী, মোহিত স্বপ্নে আমি
সোনালী দিনের আশায় প্রতীক্ষার দৈর্ঘ বাড়াই
বেদনার ধূসর বালুচরে

তুমি কি কেঁদেছ যখনই অপমান দেখেছ
যখনই এই বাংলা সয়েছে কালিমা অবহেলায়
পরাজয় মুছে যায় তোমার দৃপ্ত পদচারনায়
নির্মূল তুমি করবে সমাজ থেকে ঘৃণ্য লুটেরা
শোষিতের বিজয়ের কালে বিকশিত মনের কামনায়

রাহুমুক্ত করতে প্রতিজ্ঞ বন্দি চেতনা
নির্মূল তুমি করবে সমাজ থেকে ঘৃণ্য লুটেরা
সংকীর্ণতা ভাঙলে এদেশ হবে ঋদ্ধ ঠিকানা
শোষনের দেয়াল ভেঙে আলোকিত দিনের সূচনায়

Tuesday

একলা প্রহর - পড়শী/ বেলাল খাঁন

শিরোনামঃ একলা প্রহর
কন্ঠঃ পড়শী/ বেলাল খাঁন
কথাঃ শাহীন কবির টুটুল
অ্যালবামঃ অনুরাগ


একলা প্রহর কাটে না আর
আছি তোমার অপেক্ষায়
অভিমানি বন্ধু তুমি
রয়েছো কোন দূর অজানায়
হারিয়ে খুজি তোমায় চাঁদের জোঁছনায়
নিঃস্ব জীবন আমার একা শূন্যতায়
কেন জড়ালে আমায় ভালোবাসায়
কেন জড়ালে আমায় মিছে মায়ায়

নেই চোঁখে ঘুম রাত্রি জাগা
দিন কাটে বিষণ্ণতায়
বিরহের নীল বেধেছে বাসা
এই মনেরই আঙ্গিনায়(২)
হারিয়ে খুজি তোমায় চাঁদের জোছনায়
নিঃস্ব জীবন আমার একা শূন্যতায়
কেন জড়ালে আমায় ভালোবাসায়
কেন জড়ালে আমায় মিছে মায়ায়

সুখগুলো সব তোমায় দেবো
পৃথিবীতে আছে যত
প্রেমেরই ফুল ফুটবে শত
তোমারই একটু ছোঁয়ায়(২)
হারিয়ে খুজি তোমায় চাঁদের জোঁছনায়
নিঃস্ব জীবন আমার একা শূন্যতায়
কেন জড়ালে আমায় ভালোবাসায়
কেন জড়ালে আমায় মিছে মায়ায়

একলা প্রহর কাটে না আর
আছি তোমার অপেক্ষায়
অভিমানি বন্ধু তুমি
রয়েছো কোন দূর অজানায়
হারিয়ে খুজি তোমায় চাঁদের জোঁছনায়
নিঃস্ব জীবন আমার একা শূন্যতায়
কেন জড়ালে আমায় ভালোবাসায়
কেন জড়ালে আমায় মিছে মায়ায়

Thursday

মুখোশে আমায় যেমন দেখো - আর্টসেল


এলবাম- মুখোশ
ব্যাণ্ড- আর্টসেল
মুখোশে আমায় যেমন দেখো
পরিচ্ছন্ন তোমার মত
মুখোশে আমার শরীর ঢাকা
তোমার চোখেও মুখোশ আঁকা
যতই মিথ্যের দেয়াল গড়ি
তোমার আমার চারিপাশে
নিজের আয়নায় মুখোশ বিহীন
পরে থাকি গল্প শেষে আমি
জানালার ভেতরে বাহিরে দুজন
দেয়াল এর কাছাকাছি যাই
দেয়ালে বাঁধা সস্তা জীবন
নিজের আয়নায় একলা দাঁড়াই
মুখোশে যাকে তুমি চেনো
চেনোনা যাকে মুখোশ বিহীন
আমরা দুজন সত্য পুরুষ
নিজের ভেতর দুজনেই পরাধীন
শূন্যতায় প্রশ্ন থাকে দাঁড়ায়ে
মনের খোলা ঘরে
দেয়ালের চৌকাঠে আয়নায়
কে সত্য? তুমি? না আমি?

মীরাবাঈ - জেমস


মীরাবাঈ
হেইলা দুইলা হেইলা দরবার নাচায়
ঝাকানাকা ঝাকানাকা ঝাকানাকা
দেহ দোলানা
মন বলে মন বলে মন বলে
দেহ ঝোকা না
বাঁকা ঠোঁটের হাসিতে
হরিণী চোখের ইশারায়
সারা অঙ্গে ঢেউ তুলিয়া
থমক থমক কোমর দোলাইয়া
মীরাবাঈ…
বুনো ফুলের সুবাসে
বিরহী মনের কামনায়
সারা জলসায় মাতম উঠাইয়া
ঝনন ঝনন ঘুঙুর বাজাইয়া
মীরাবাঈ…

মিস করছি ভীষণ - পার্থ বড়ুয়া

শিল্পীঃ পার্থ বড়ুয়া
ব্যান্ডঃ সোলস



একলা ঘর, ধূলো জমা গীটার
পড়ে আছে লেলিন, পড়ে আছে শেক্সপিয়র,
টিশার্ট জিন্সগুলো ফেলা যে আছে
শুধু মানুষটা তুই নেইতো, নেইরে কাছে
ও বন্ধু তোকে মিস্‌ করছি ভীষণ
তোকে ছাড়া কিছুই আর জমেনা এখন।
তোকে ছাড়া হয়না টিউন, হয়না লেখা
বৃষ্টির সাথেও এখন হয়না দেখা,
থমকে যায় হয় মনে এইবুঝি এসে ডাক দিবি
থমকে যায় পরক্ষনে, কেন হয় যে এমন।
একলা ঘর, ধূলো জমা গীটার
পড়ে আছে লেলিন, পড়ে আছে শেক্সপিয়র,
টিশার্ট জিন্সগুলো ফেলা যে আছে
শুধু মানুষটা তুই নেইতো, নেইরে কাছে
ও বন্ধু তোকে মিস্‌ করছি ভীষণ
তোকে ছাড়া কিছুই আর জমেনা এখন।

মনের দুঃখ কার কাছে জানাই - শাহ আব্দুল করিম


মনের দুঃখ কার কাছে জানাই
গরিব কুলে জন্ম আমার আজও তা মনে পরে
ছোটবেলা বাস করিতাম ছোট্ট এক কুঁড়ে ঘরে
দিন কাটিতো অর্ধাহারে রোগে কোন ঔষধ নাই
মনের দুঃখ কার কাছে জানাই
মনে ভাবি তাই
মনের দুঃখ কার কাছে জানাই
এক সঙ্গে জন্ম যাদের ১৩২৮ বাংলায়
আনন্দে খেলে তারা ইস্কুলে পড়িতে যায়
আমার মনের দুর্বলতায় একা থাকা ভালো পাই
মনের দুঃখ কার কাছে জানাই ।।
পিতা-মাতার ছেলে সন্তান একমাত্র আমি ছিলাম
জীবন বাঁচাবার তাগিদে প্রথম চাকরিতে গেলাম
মাঠে থাকি গরু রাখি ঈদের দিনেও ছুটি নাই
মনের দুঃখ কার কাছে জানাই ।।
সব-সময় গান গাইতাম মনের এই স্বভাব ছিলো
আমাকে নয় গানকে তখন অনেকেই বাসত ভালো
রাগ-রাগিণী ভালো ছিলো রচনা করিয়া যাই
মনের দুঃখ কার কাছে জানাই ।।
চাকরি যখন ছেড়ে দিলাম হাতে নিলাম একতারা
দিবা-রাত্র গান গাই লোকে বলে বেশরা
উদাস মনের চিন্তা-ধারা মন যাহা চায় তাহা গাই
মনের দুঃখ কার কাছে জানাই ।।
গ্রামের মুরব্বি আর মোল্লা সাহেবের মতে
ধর্মীয় আক্রমন এলো ঈদের দিনে জামাতে
দোষী হই মোল্লাজির মতে পরকালেও মুক্তি নাই
মনের দুঃখ কার কাছে জানাই ।।
নিষেধ-মানা না মানিয়া কুলের বাহির হইলাম
একতারা সঙ্গে নিয়া ঘর-বাড়ি ছেড়ে দিলাম
ঘর-ছাড়া বাউল সাজিলাম সকলেরই ”করিম ভাই”
মনের দুঃখ কার কাছে জানাই ।।

যেই মানুষটি হারিয়ে যায় - আইয়ুব বাচ্চু


যেই মানুষটি হারিয়ে যায়
বের করা যায় তাকে খুঁজে
যেই মানুষটি পালিয়ে রয়
বের করা যায় না তাকে খুঁজে
তুমি আমার ভালোবাসা নিয়ে হারিয়ে যাওনি
পালিয়ে গেছো
তোমায় কি করে খুঁজে পাবো বলো
একবার বার বলো
যেই মানুষটি ঘুমিয়ে রয়
তুলে দেয়া যায় তাকে ডেকে
যেই মানুষটি করে অভিনয়
তুলে দেয়া যায় না তাকে ডেকে
তুমি আমার ভালোবাসা নিয়ে ঘুমিয়ে যাওনি
অভিনয় করে গেছো
তোমায় কি করে ডেকে তুলি বলো
একবার বলো

যে পথে চলেছ বন্ধু - ওয়ারফেইজ


ব্যান্ডঃ ওয়ারফেইজ
অ্যালবামঃ অসামাজিক
যে পথে চলেছ বন্ধু
সে পথে হারাবে যে স্বত্তা
মায়াবি আলোর প্রতারনায় মোহিত
আঁধারে তুমি
কত প্রেমের বসন্ত
কত বৃহৎ দিগন্ত
এতো সুখের তাড়নায়
যে যাও হারিয়ে
কিভাবে ভুলেছো বন্ধু
পুরনো দিনের সেই কথা
অজানা মনের বেড়াজালে নিরাশায়
ছিলে যে তুমি
আমি ছিলাম পাশে যে
আগলে ছিলাম তোমাকে
কত বিপদ পেড়িয়ে
এসে হাল ধরেছি
অশ্রুপানে তাকায় সে
সে ভেবে দেখে আবার তোমায়
কোন অনুরাগের বিষন্নতায়
হায় জেগে ওঠে প্রেমের আশা
রাত পোহালে সকাল
তুমি সজাগ
মনে নেই সেই বাসনা
বিপদে পড়েছ বন্ধু
হয়েছে বন্ধ সব দরজা
করেছ অবহেলা তুমি
জীবনে প্রকৃতজনে,
নেই তো আজো তাদের কেউ
আজ তোমার পাশেতে
একা বিশাল পৃথিবীতে
তুমি যাও হারিয়ে
অন্ধকারে হারায় সে
কি অপরাধ কাঁদায় তোমায়
সে আধা জাগা দিবা স্বপনে
হায় ভেঙ্গে পড়ে সকল আশা
রাত পোহালে সকাল
তুমি সজাগ
মনে নেই সেই বাসনা

যখন - ওয়ারফেইজ


ব্যান্ডঃ ওয়ারফেইজ
অবাক ভালোবাসা
যখন
মেঘের চাদর টেনে আবছা জেগে জোছনা
টিপ টিপ বৃষ্টি
জেনো আমি পাশে তোমার
একসাথে ভিজছি
যখন
সুরুজ দিনের মাতাল হাওয়ায়
এলোমেলো তোমার চুল
জেনো আমি পাশে তোমার
তোমায় দেখছি
যখন আমি থাকবো না
মনে রেখো আমার এই গান
যখন
ছায়াঘেরা সবুজের বন
হাতছানিতে ডাকে নিবিড়ে
জেনো আমি পাশে তোমার
হাত ধরে হাটছি
যখন
বাতাসের ঘ্রান চমকে থাকে
একদমকা খুশীতে
জেনো আমি পাশে তোমার
চোখে জল হাসছি
যখন আমি থাকবো না
মনে রেখো আমার এই গান

মৌনতা - ওয়ারফেইজ


ব্যান্ড – ওয়ারফেইজ
এ্যালবাম – জীবনধারা
নিরবে একা একা বসে থাকি আমি যখন
তোমারি ছবি ভাসে যে সারাক্ষন
সারাক্ষন এ মনে সারাক্ষন
মৌনতা আছে দীর্ঘশ্বাসের আড়ালে
হৃদয়ে তবু নেইতো কোন দুঃখ এ মনে
স্মৃতি আজ শুধু স্মৃতির কবিতা তুমি
হৃদয়ে অন্তরে আছো শুধু স্মৃতি হয়ে
অনন্ত বিস্ময়ে তোমাকে শুধু ভাবি যখন
তোমাকে নিয়েই ছিলো সব আয়োজন
আয়োজন এ সব আয়োজন
মৌনতা আছে দীর্ঘশ্বাসের আড়ালে
হৃদয়ে তবু নেইতো কোন দুঃখ এ মনে
স্মৃতি আজ শুধু স্মৃতির কবিতা তুমি
হৃদয়ে অন্তরে আছো শুধু স্মৃতি হয়ে

মেয়ে তুমি কি দুঃখ চেনো - আইয়ুব বাচ্চু


মেয়ে তুমি কি দুঃখ চেনো, চেনো না
মেয়ে তুমি কি আকাশ চেনো, চেনো না
তবে চিনবে কেমন করে এই আমাকে।।
মেয়ে তুমি ঝড় কি বোঝ, বোঝ না
মেয়ে তুমি রাত কি বোঝ, বোঝ না
তবে বুঝবে কেমন করে এই আমাকে
তবে চিনবে কেমন করে এই আমাকে।
মেয়ে তুমি পথ কি চেনো, চেনো না
মেয়ে তুমি পথিক চেনো, চেনো না
তবে খুঁজবে কেমন করে এই আমাকে
তবে চিনবে কেমন করে এই আমাকে
মেয়ে দুঃখ চেনো, চেনো না
মেয়ে ঝড় কি বোঝ, বোঝ না
তবে বুঝবে কেমন করে এই আমাকে
তবে চিনবে কেমন করে এই আমাকে
মেয়ে, মেয়ে, মেয়ে, মেয়ে
তুমি চিনবে কেমন করে আমাকে
বল মেয়ে, তুমি বুঝবে কেমন করে আমাকে
মেয়ে তুমি কি ছিঁড়তে পারো ফুলের বাগান
মেয়ে তুমি কি ভুলতে পারো স্পর্শ আমার
তবে ভুলবে কেমন করে এই আমাকে
তবে চিনবে কেমন করে এই আমাকে
মেয়ে তুমি কি দুঃখ চেনো, চেনো না
মেয়ে তুমি কি আকাশ চেনো, চেনো না
তবে চিনবে কেমন করে এই আমাকে।।
মেয়ে তুমি ঝড় কি বোঝ, বোঝ না
মেয়ে তুমি পথ কি চেনো, চেনো না
তবে বুঝবে কেমন করে এই আমাকে
তবে খুঁজবে কেমন করে এই আমাকে

শেষ চিঠি - এস আই টুটুল


এস আই টুটুল
এলআরবি
শেষ কথা কেন এমন কথা হয়
শেষ চিঠি কেন এমন চিঠি হয়
ক্ষমা করো
ক্ষমা করো আমায়
হয়না কেন এমন শেষ কথা
হয়না কেন এমন শেষ চিঠি
আর কথা নয় আর চিঠি নয়
চলে যাব বহুদূরে
ক্ষমা করো আমায়
হয়না কেন এমন শেষ পাওয়া
হয়না কেন এমন শেষ চাওয়া
আর চাওয়া নয় আর পাওয়া নয়
চলে যাব বহুদূরে
ক্ষমা করো আমায়

শেষ গান (যাচ্ছে আমার সব হারিয়ে)- সুমন (অর্থহীন)


ট্র্যাক | শেষ গান।
অ্যালবাম | অসমাপ্ত।
ব্যান্ড |অর্থহীন।
বছর | ২০০৮
যাচ্ছে আমার সব হারিয়ে একটু একটু করে
পলক ফেলতে ভয় লাগে আজ আমার এই চোখে,
তোমায় নিয়ে নতুন একটি গান লিখতে বসে
তাকিয়ে দেখি নেই যে তুমি গান টা লেখার শেষে….
যাচ্ছে আমার সব মিলিয়ে একটু একটু করে
রাতের ঘুম গানের গলা যাচ্ছে যেন মরে…
হাসতে গেলে এখন আমার পানি আসে চোখে
কখন জানি হঠাৎ আবার চোখের রক্ত ঝরে…
সৃষ্টি হবে অন্যরকম একটি গল্প আজ
আলোর নিচে সাজবো আমি অন্ধকারের সাজ,
দেখো আবার আসেনা যেন তোমার চোখে পানি,
হঠাৎ করেই দেখবে তুমি হারিয়ে গেছি আমি……
তাই এখন চাঁদের ভেতর চঁন্দ্রবিন্দু আঁকি,
নীল চোখে সুঁই ফুটিয়ে লাল ছবি আঁকি…
চিন্তাগুলো আমার কেমন যেন এলোমেলো
সুত্ত্রগুলো উল্টো করে ভুল অঙ্ক কষি…
যখন আমি থাকবনা আর যেয় আমায় ভুলে,
হয়তো ঘড়ির কাঁটার মত আসব আমি ফিরে…
জানি বলছি আবোল তাবো্ল উল্টো পাল্টা কথা
তবুও কেনো যাচ্ছে না যে মনের চাপা ব্যথা…
ৃস্টি হবে অন্যরকম একটি গল্প আজ
আলোর নিচে সাজবো আমি অন্ধকারের সাজ,
দেখো আবার আসেনা যেন তোমার চোখে পানি,
হঠাৎ করেই দেখবে তুমি হারিয়ে গেছি আমি……
হারিয়ে গেছি আমি……
আমার এই শেষ গানটার শেষ অধ্যায়
যদি বলি একটি কথা পারবে কি শুনতে,
আমার এপিটাফের গায়ে যেন থাকে লেখা,
গেত গান এই মানুষটা খুব মন্দ না………
হারিয়ে গেছি আমি………

শীতের সকালে - উইনিং


ব্যান্ড – উইনিং
এ্যলবাম – অচেনা শহরে
হিমেল ভোরে ভাসে
কুয়াশারই মেঘ
জড়িয়ে রাখে তার আঁচলে
ধীরে ধীরে হেসে
ছড়িয়ে পড়ে
দিনের আলো
শীতের সকালে
শিশির ভেজা মাঠ পেরিয়ে
নবীন রোদের ধারা আসে ভেসে
গাঁয়ের মাঠে মৃদু রোদে
প্রানের সারা যেন ওঠে জেগে
রাতের স্মৃতি হারায় আড়ালে
ধীরে ধীরে হেসে
ছড়িয়ে পড়ে
দিনের আলো
শীতের সকালে
সুবাস জড়ানো ঝরা ফুলে
উঠোন ভরে ওঠে রঙিন হয়ে
ছেড়া কাগজে আগুন জ্বেলে
উল্লাসে মেতে ওঠে কিছু ছেলে
পুরোনো সময় তারা যায় যে ভুলে

শিখাইয়া পিরিতি করিলো ডাকাতি - হাবিব ফিচারিং শিরিন


আর্টিস্টঃ হাবিব ফিচারিং শিরিন
অ্যালবামঃ পাঞ্জাবিওয়ালা
শিখাইয়া পিরিতি করিলো ডাকাতি
ভুলিয়া রইয়াছে আমায় সখী
কি গো করি উপায়।।
সে ভুলে রয়েছে
আমার মনে আছে
আমি যে ভুলিতে পারি না
ফাসানে বাঁধিতে নিষ্ঠুর সাজিবে
সরল গরল এতো ছলনা।
যদি তুমি জানো
বন্ধুয়ারে আনো।।
নইলে প্রাণ রাখা দায়, সখীরে
কি গো করি উপায়।
শিখাইয়া পিরিতি করিলো ডাকাতি
ভুলিয়া রইয়াছে আমায় সখী
কি গো করি উপায়।
যদি গো এমন
ছিল বন্ধুর মন
তবে কেন ভবে দিল আসিতে
বাঁচা মরার সময়
ভরিয়া দু’নয়ন
তবে পারলাম না তারে দেখিতে।
বুকে মারো ছুরি
যাই প্রাণে মরি।।
খবর জানাইয়ো মতুরাই, সখীরে
কি গো করি উপায়।
শিখাইয়া পিরিতি করিলো ডাকাতি
ভুলিয়া রইয়াছে আমায় সখী
কি গো করি উপায়।
বলে আমিরুদ্দিন
পাইবো একদিন
বুঝিবে সেই দিন বিচারকালে।
তাড়াহুড়া বুঝি না
তোমারে করি মানা
বান্ধিয়া রাইখো ঐ তামাম ডালে
আমায় নিয়ো খুলে
প্রাণনাতা শীলে
ফেলে দিয়ো বন্ধুয়ারি পায়, সখীরে
কি করি উপায়।
শিখাইয়া পিরিতি করিলো ডাকাতি
ভুলিয়া রইয়াছে আমায় সখী
কি গো করি উপায়।