Thursday

শিখাইয়া পিরিতি করিলো ডাকাতি - হাবিব ফিচারিং শিরিন


আর্টিস্টঃ হাবিব ফিচারিং শিরিন
অ্যালবামঃ পাঞ্জাবিওয়ালা
শিখাইয়া পিরিতি করিলো ডাকাতি
ভুলিয়া রইয়াছে আমায় সখী
কি গো করি উপায়।।
সে ভুলে রয়েছে
আমার মনে আছে
আমি যে ভুলিতে পারি না
ফাসানে বাঁধিতে নিষ্ঠুর সাজিবে
সরল গরল এতো ছলনা।
যদি তুমি জানো
বন্ধুয়ারে আনো।।
নইলে প্রাণ রাখা দায়, সখীরে
কি গো করি উপায়।
শিখাইয়া পিরিতি করিলো ডাকাতি
ভুলিয়া রইয়াছে আমায় সখী
কি গো করি উপায়।
যদি গো এমন
ছিল বন্ধুর মন
তবে কেন ভবে দিল আসিতে
বাঁচা মরার সময়
ভরিয়া দু’নয়ন
তবে পারলাম না তারে দেখিতে।
বুকে মারো ছুরি
যাই প্রাণে মরি।।
খবর জানাইয়ো মতুরাই, সখীরে
কি গো করি উপায়।
শিখাইয়া পিরিতি করিলো ডাকাতি
ভুলিয়া রইয়াছে আমায় সখী
কি গো করি উপায়।
বলে আমিরুদ্দিন
পাইবো একদিন
বুঝিবে সেই দিন বিচারকালে।
তাড়াহুড়া বুঝি না
তোমারে করি মানা
বান্ধিয়া রাইখো ঐ তামাম ডালে
আমায় নিয়ো খুলে
প্রাণনাতা শীলে
ফেলে দিয়ো বন্ধুয়ারি পায়, সখীরে
কি করি উপায়।
শিখাইয়া পিরিতি করিলো ডাকাতি
ভুলিয়া রইয়াছে আমায় সখী
কি গো করি উপায়।

No comments:

Post a Comment