Tuesday

বটগাছে ভুত নাচে (bot gache vut nache) - vhumi

এলবাম : গান বাহন
ব্যান্ড: ভূমি



বটগাছে ভুত নাচে ছড়ায় প্রেমের রং টা
সাঁওতালীটা নজর ছিনে, লাজুক যে তার ঢং টা।।
বটগাছে ভুত নাচে ছড়ায় প্রেমের রং টা
সাঁওতালীটা নজর ছিনে, লাজুক যে তার ঢং টা।।
ও লালী, মোর নজর তুরি দুর
মন ময়ুরী নাচে শুনে পাহাড়িয়া সুর।
ও লালী, তোর মেঘলা মেঘলা আঁখি
কুহু কুহু সুন্দরিয়া ডাকে পাখি।
ও লালী, আজ শুনেছি করবি নাকি বিয়া?
গয়না গড়ি আনবে ঝিলম মেদিনিপুরিয়া।
ঝাঁটি পাহাড়ীর টাকলা তরায় বড় আশা নিয়া
ঘর করিবে তোর সাথে পরচুলা পরিয়া।
ও লালী, মোর নজর তুরি দুর
মন ময়ুরী নাচে শুনে পাহাড়িয়া সুর।
ও লালী, তোর মেঘলা মেঘলা আঁখি
কুহু কুহু সুন্দরিয়া ডাকে পাখি।
ও লালী,
জলদা পাড়ার ঘাসবাগানে যাবো তোরে নিয়া
মনচুরি তোর করবো আমি, গন্ডারে চড়িয়া।
পাগলা ঝোড়া,
পাগলা ঝোড়ার চিশল চিশল পানিতে ভিজিয়া
তোর গলায় দিব মালা ডাগর বাজিয়া।
ও লালী, মোর নজর তুরি দুর
মন ময়ুরী নাচে শুনে পাহাড়িয়া সুর।
ও লালী, তোর মেঘলা মেঘলা আঁখি
কুহু কুহু সুন্দরিয়া ডাকে পাখি।

No comments:

Post a Comment