আদনান বাবু
যদি তোমায় আমি চাঁদ বলি
ভুল হবে আমার
তুমি চাঁদের চেয়েও সুন্দর।
যদি তোমায় আমি ফুল বলি
ভুল হবে আমার
তুমি ফুলের চেয়েও সুন্দর।
তুমি আমার মনের মানুষ
তুমি আমার প্রান
তুমি আমার সুরকথা
তুমি আমার গান
তুমি আমার জীবনতরী
তুমি আমার ছন্দ
তুমি চাঁদের চেয়েও সুন্দর।
তুমি আমার আশার আলো
তুমি আমার মন
তুমি আমার ভালোবাসা
তুমি আপনজন
তুমি আমার সুখ-দুঃখ
তুমি ভালো-মন্দ
তুমি ফুলের চেয়েও সুন্দর।
যদি তোমায় আমি চাঁদ বলি
ভুল হবে আমার
তুমি চাঁদের চেয়েও সুন্দর।
যদি তোমায় আমি ফুল বলি
ভুল হবে আমার
তুমি ফুলের চেয়েও সুন্দর।
তুমি আমার মনের মানুষ
তুমি আমার প্রান
তুমি আমার সুরকথা
তুমি আমার গান
তুমি আমার জীবনতরী
তুমি আমার ছন্দ
তুমি চাঁদের চেয়েও সুন্দর।
তুমি আমার আশার আলো
তুমি আমার মন
তুমি আমার ভালোবাসা
তুমি আপনজন
তুমি আমার সুখ-দুঃখ
তুমি ভালো-মন্দ
তুমি ফুলের চেয়েও সুন্দর।
No comments:
Post a Comment