Wednesday

আজব রঙ্গিলা (চোখের জলে বাধঁলে তারে)- দ্য ট্রাপ


চোখের জলে বাধঁলে তারে
যায় কি ভোলা হায়
অচিনপুরের অচিনপাখি উড়াল দিয়া যায়
মাটির দেহ মাটি হবে
মাটির বিছানায়
আরশিনগর কোথায় কেমন
রইল অজানাই
তাই আজব গলির আজব বাড়ি
আজব বাসিন্দা
তাই আজব পাখির আজব খাঁচা
আজব রঙ্গিলা রে
আজব রঙ্গিলা
আমি কেন লালন হইলাম না
আমি কেন যোগী হইলাম না
আমি কেন রবী হইলাম না রে বন্ধু
আমি কেন দুখু হইলাম না
কে বা কারে রাখে মনে দুখের ও দিনে রে হায়
সুখের তরী দিলো পাড়ি বলো ক’জনায়
বিরহেরো অনলেতে পুড়িয়া অন্তর ও রে
হারাইলাম আপন ঠিকানা স্বপ্ন বাসর
তাই জটিল মনের জটিল পাশা
জটিল মন্দিরা
তাই জটিল দেবীর জটিল ভাষা
জটিল রঙ্গিলারে জটিল রঙ্গিলা
চোখের জলে বাধঁলে তাহারে
চোখের জলে বাধঁলে তারে
যায় কি ভোলা হায়
অচিনপুরের অচিনপাখি উড়াল দিয়া যায়
মাটির দেহ মাটি হবে
মাটির বিছানায়
আরশিনগর কোথায় কেমন
রইল অজানাই
তাই আজব গলির আজব বাড়ি
আজব বাসিন্দা
তাই আজব পাখির আজব খাঁচা
আজব রঙ্গিলা রে
আজব রঙ্গিলা
আমি কেন পাথর হইলাম না
আমি কেন গণক হইলাম না
আমি কেন গয়াল হইলাম না রে বন্ধু
আমি কেন বাউল হইলাম না

2 comments:

  1. কি সুন্দর!!

    ReplyDelete
  2. One of the best bangla song bangla band music industry ever produced. Still listening this gem. Thanks The Trap band for creating this kind of masterpiece.

    ReplyDelete