কন্ঠঃ মোবাশ্বের চৌধুরী
কথাঃ আহসানুস সাকিব
হয়তো আমি হারিয়েছি পথ
হয়তো আমি একা
প্রতিটি মোরে খুজছি তবু
হয়তো হবে দেখা(২)
হয়তো এখন গরম ভীষণ
শার্টটা ভেজা ঘামে
তবু হাতে শুকনো আছে
স্বপ্নভরা খামে
হয়তো আজও মেঘ করেছে
হয়তো আজও মেঘ করেছে
হবে না বৃষ্টি তবু
এসো আমার শহর জুড়ে
নেমে এসো প্রাণে
এসো আমার রাস্তা জুড়ে
অসহ্যকর জ্যামে
এসো তুমি ঐ ভিকারীর
এসো তুমি ঐ ভিকারীর
বাড়িয়ে দেওয়া হাতে
ফুঠপাথে ঘুমিয়ে থাকা
টোকাই ছেলের রাতে
হয়তো তুমি রাগ করো না
তবুও তুমি একা
ঠিক করেছো এই আমাকে
আর দেবেনা দেখা
হয়তো তুমি চাইছো ভীষণ
আমায় ফাঁকি দিতে
আমায় ভীষণ একা করে
পথে ঠেলে দিতে
বেশ করেছ, হাঁটছি নাহয়
বেশ করেছ, হাঁটছি নাহয়
কয়েকটা দিন খুজে
তবু তুমি এসো আবার
পথিক বন্ধু সেজে
কথাঃ আহসানুস সাকিব
হয়তো আমি হারিয়েছি পথ
হয়তো আমি একা
প্রতিটি মোরে খুজছি তবু
হয়তো হবে দেখা(২)
হয়তো এখন গরম ভীষণ
শার্টটা ভেজা ঘামে
তবু হাতে শুকনো আছে
স্বপ্নভরা খামে
হয়তো আজও মেঘ করেছে
হয়তো আজও মেঘ করেছে
হবে না বৃষ্টি তবু
এসো আমার শহর জুড়ে
নেমে এসো প্রাণে
এসো আমার রাস্তা জুড়ে
অসহ্যকর জ্যামে
এসো তুমি ঐ ভিকারীর
এসো তুমি ঐ ভিকারীর
বাড়িয়ে দেওয়া হাতে
ফুঠপাথে ঘুমিয়ে থাকা
টোকাই ছেলের রাতে
হয়তো তুমি রাগ করো না
তবুও তুমি একা
ঠিক করেছো এই আমাকে
আর দেবেনা দেখা
হয়তো তুমি চাইছো ভীষণ
আমায় ফাঁকি দিতে
আমায় ভীষণ একা করে
পথে ঠেলে দিতে
বেশ করেছ, হাঁটছি নাহয়
বেশ করেছ, হাঁটছি নাহয়
কয়েকটা দিন খুজে
তবু তুমি এসো আবার
পথিক বন্ধু সেজে
No comments:
Post a Comment