খালিদ
চাইম
চাইম
সেদিনও আকাশে ছিলো চাঁদ
হৃদয়ের বন্ধরে ছিলে তুমি
আজ আমার আকাশে একরাশ কালো মেঘ
হৃদয়টা ধূ ধূ মরুভূমি
হায় প্রেম কেনো আসে
এই হৃদয়ের পাশে
কেন মন হারিয়ে যায় বিরহে
হৃদয়ের বন্ধরে ছিলে তুমি
আজ আমার আকাশে একরাশ কালো মেঘ
হৃদয়টা ধূ ধূ মরুভূমি
হায় প্রেম কেনো আসে
এই হৃদয়ের পাশে
কেন মন হারিয়ে যায় বিরহে
বিদায়ী জোছনায় বসে থাকা
স্বপ্নতুলি দিয়ে ছবি আঁকা
স্মৃতিগুলো তুমি মুছে নিলে
এক নিমিষে
নিঃশব্দ আর্তনাদ হয়ে
পরে আছি একা আমি
বেদনার বৃষ্টি ঝড়ে মনের গভীরে
জানতে পারবে না কভু তুমি
স্বপ্নতুলি দিয়ে ছবি আঁকা
স্মৃতিগুলো তুমি মুছে নিলে
এক নিমিষে
নিঃশব্দ আর্তনাদ হয়ে
পরে আছি একা আমি
বেদনার বৃষ্টি ঝড়ে মনের গভীরে
জানতে পারবে না কভু তুমি
Not Khalid 🤣🤣🤣🤣🤣🤣🤣
ReplyDeleteReal Singer : Ashiquzzaman Tulu Sir 💝🙏🥰❤️🔥🙏
great the lyrics
ReplyDelete