এলবামঃ স্কুল পলাতক মেয়ে
স্বপ্ন রানী ঘুম ঘুম মালা নিয়ে
রাতজাগা পাখি হয়ে এসো
রাতজাগা পাখি হয়ে এসো
রাধা সাজিয়ে রাখবো এ মন্দিরে
পুজা দেবার ছলে শুধু দেখবো
ঘুম জড়িয়ে যদি আঁখি নিভে যায়
বৃষ্টিঝরা চোখে দিও আমায়
শুধু দেখবো ওহো দেখবো তোমায়
কথা দিলাম
পুজা দেবার ছলে শুধু দেখবো
ঘুম জড়িয়ে যদি আঁখি নিভে যায়
বৃষ্টিঝরা চোখে দিও আমায়
শুধু দেখবো ওহো দেখবো তোমায়
কথা দিলাম
রঙধনু থেকে মেহেদি পড়ে
মেঘেদের দেশে নাইয়ে যাও
নিলীমার রঙে কাজল এঁকে
তারাদের দিয়ে আঁচল সাজাও
ঘুম জড়িয়ে যদি আঁখি নিভে যায়
বৃষ্টিঝরা চোখে দিও আমায়
শুধু দেখবো ওহো দেখবো তোমায়
মেঘেদের দেশে নাইয়ে যাও
নিলীমার রঙে কাজল এঁকে
তারাদের দিয়ে আঁচল সাজাও
ঘুম জড়িয়ে যদি আঁখি নিভে যায়
বৃষ্টিঝরা চোখে দিও আমায়
শুধু দেখবো ওহো দেখবো তোমায়
স্বপ্ন আকাশ ছেড়ে ফিরে এসো তুমি
চাঁদের হাসি ঠোঁট রাঙিয়ে
সূর্যের টিপ কপালে দিও
মুঠো ভরা হাতে স্বপ্ন নিয়ে
ঘুম জড়িয়ে যদি আঁখি নিভে যায়
বৃষ্টিঝরা চোখে দিও আমায়
চাঁদের হাসি ঠোঁট রাঙিয়ে
সূর্যের টিপ কপালে দিও
মুঠো ভরা হাতে স্বপ্ন নিয়ে
ঘুম জড়িয়ে যদি আঁখি নিভে যায়
বৃষ্টিঝরা চোখে দিও আমায়
No comments:
Post a Comment